Sun. Sep 21st, 2025
Advertisements

10খোলা বাজার২৪, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬:
শাহার্রুপ সুমন, লালমনিরহাট :লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ফরিদকে লাঞ্চিত ও তার ঘর বাড়ি উচ্ছেদের বিরুদ্ধে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ হাতীবান্ধা উপজেলা কমান্ড কর্তৃক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বুলুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা কমান্ড বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, অন্যান্য মুক্তিযোদ্ধদের মধ্যে বক্তব্য রাখেন- জাকির হোসেন, পাটগ্রাম উপজেলার সাবেক কমান্ডার, সিরাজুল ইসলাম কোম্পানী কমান্ডার, ওয়াজেদ আলী, তাহের উদ্দিন, আবদার হোসেন, নজরুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, ডাউয়াবাড়ী সংসদ কমান্ডার মোহাম্মদ আলী। উক্ত প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের আহবায়ক রোকনুজ্জামান সোহেল।

প্রতিবাদ সভায় মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের জরুরী ভিত্তিতে আইনের আওতায় নিয়ে না আসা হলে ২৮ ডিসেম্বর হাতীবান্ধা উপজেলায় হরতালের আল্টিমেটাম ঘোষনা দিয়েছেন।