Sun. Sep 21st, 2025
Advertisements

17কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ : সুনামগঞ্জে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন(বিজিবি) অভিযানে ১ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের ৯৬ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টায় ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সুনামগঞ্জ জেলার দোয়ারবাজার উপজেলার মাছিমপুর বিওপি’র নায়েক সুবেদার মোঃ আবুল কালাম এর নেতৃত্বে একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে গামারীতলা নামক স্থানে অবিযান চালিয়ে ৯৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ আটক করা হয়। যার মূল্য ১ লাখ ৪৪ হাজার টাকা। বিজিবি এর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ভারতীয় মদ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যগণ পরিত্যক্ত অবস্থায় মদ আটক করে । এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড বিজিরি সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাসির উদ্দিন আহমেদ পিএসসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান,সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।