Sat. Sep 20th, 2025
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬:24
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পার্শ্ববর্তী ৫০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিরতণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নবজাগরণ ফাউন্ডেশন’। অপর স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন’ এর সহযোগিতায় মঙ্গলবার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

রাবি নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক সাদেকুল আরেফিন ও মো. মনিমুল হকের উপস্থিতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর, কাজলা, মেহেরচন্ডি, বুধপাড়া ও ভদ্রা এলাকার ৫০টি পরিবারের সদস্যের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের সদস্য, শিক্ষক ও উপদেষ্টাদের নিজস্ব অর্থায়নে এ শীতবস্ত্র বিতরণে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হাসিব আল মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আদিত্য হাসান শরীফ, প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদ সজীব, সাবেক সভাপতি আবু হোরায়রা, সাবেক সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, মিরাজ, তানভীর, নিমু, মাসুদ প্রমুখ।