খোলা বাজার২৪, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬: নতুন অতিথির আগমণে আপ্লুত বলিউড দম্পতি সাইফ ও কারিনা। ‘সাইফিনা’ হিসেবে পরিচিত এই দম্পতির পুত্রসন্তানের খবর এখন আর হয়তো কারও অজানা থাকার কথা নয়।
মঙ্গলবার সকালে ভারতের মুম্বাই শহরের একটি হাসপাতালে জন্ম পদৌতি নবাব বংশের নতুন সদস্যের। সঙ্গে সঙ্গে বাবা সাইফ ও মা কারিনা একটি লিখিত বিবৃতিতে ছেলের জন্মের খবর সবাইকে জানান।
তবে এমন একটি মুহূর্তে স্বস্তিতে নেই সাইফিনা দম্পতি। কারণ, ছেলের নাম রাখা নিয়ে তোপের মুখে পড়েছেন এই সেলেব দম্পতি।
সাইফ আলি খান এবং কারিনা কাপুর প্রথম সন্তানের নাম রেখেছেন তৈমুর আলি খান পাদৌতি। তবে ছেলের নাম নিয়ে যে বিপাকে পড়তে হবে হয়তো তা ঘুণাক্ষরেও ভাবেননি তারা।
সাইফিনা দম্পতির বিরুদ্ধে অভিযোগ, ‘দুর্র্ধষ স্বৈরাচারী’ শাসক তৈমুর লংয়ের নামে সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছেন তারা। এই শাসক নিজেকে ‘ইসলামের তরবারি’ বলে দাবি করতেন।
বর্তমান আফগানিস্তান, ইরান, সিরিয়া, বাগদাদ ও জর্জিয়ার এক বিরাট অংশে সাম্রাজ্য বিস্তার করেন তৈমুর। দখল করেন এশিয়ার একটা বড় অংশও।
অবশ্য ভারতের ইতিহাস তৈমুরকে বেশি করে মনে রেখেছে ভারত আক্রমণকারী হিসেবে। ১৩৯৮-’৯৯ খৃস্টাব্দে তৈমুর দিল্লি আক্রমণ করেন।
তবে সমালোচকদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন সাইফিনা দম্পতি। তাদের ঘনিষ্ঠজনরা বলছেন, তৈমুর শব্দের মানে হল ‘লোহা’। তৈমুর লং নন, বরং তৈমুর শব্দের অর্থ মেনেই ছেলের নাম রেখেছেন তারা।
সাইফিনা দম্পতির ছেলে নিয়ে হইচই হলেও ভারতের ভোটার তালিকায় ৫,৫২৪ জন তৈমুরের নাম রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মহারাষ্ট্রে ৬৬১ জন। উত্তপ্রদেশে ৫৮৮ জন, বিহারে ৫৫৮ জন আর ঝাড়খণ্ডে রয়েছেন ২৮২ জন।