খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬:
দুইদফা মুক্তির দিনক্ষণ নির্ধারিত হলেও অনির্বায কারনে বক্সঅফিসে নাম লেখাতে পারেনি এস এ হক অলিকের ‘এক পৃথিবী প্রেম’ সিনেমাটি। অবশেষে শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
বৃদ্ধাশ্রমে বসবাসকারী প্রবীণদের জীবন-যাপন ও তাদের অনুভূতির গল্পকে ঘিরে আবর্তিত হয়েছে ‘এক পৃথিবী প্রেম’ সিনেমার কাহিনী। সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন নবাগত আসিফ নূর ও আইরিন সুলতানা।
ক্যারিয়্যারের প্রথম সিনেমাকে নিয়ে খুবই আশাবাদী আসিফ।
তিনি বলেন, “খুব সুন্দর একটি গল্পের সিনেমা ‘এক পৃথিবী প্রেম’। পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার মত সিনেমা এটি। সিনেমার গল্পের গাঁথুনি খুবই ভালো। তাই আমার প্রত্যাশা সিনেমার কেন্দ্রিয় চরিত্রে কারা অভিনয় করেছেন, সেই বিষয়টাকে এড়িয়ে গল্পে প্রবেশ করলে হল থেকে যখন তারা বাড়ি ফিরবেন তখন তাদের হৃদয়ে প্রিয়জনের জন্য এক পৃথিবীর মত প্রেম থাকবে।”
সিনেমার কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও গীতিকার হিসেবেই কাজ করেছেন নির্মাতা অলিক নিজেই।
এর আগে কয়েক দফা সিনেমা মুক্তির দিনক্ষণ নির্ধারিত হলেও অবশেষে বছরের শেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে। কারণটি ব্যাখ্যা করলেন অলিক নিজেই।
তিনি বলেন, “কিন্তু প্রথমবার আমি যখন সিনেমা মুক্তি দিতে গেলাম তখন দেশে বন্যা ছিলো তাই মানবিক কারনে সিনেমাটি মুক্তি দেইনি। আর দ্বিতীয়বার যখন মুক্তি দিতে গেলাম তখন ‘আয়নাবাজি’র জয়জয়কার। তখন সিনেমার ডিস্ট্রিবিউটর ও সিনেমাহল মালিকদের পক্ষ থেকে অনুরোধ করা হলে আমি আবারো সিনেমাটি মুক্তি থেকে সরে আসি। কারণ তাদের ভাষ্য ছিলো দুটো ভালো সিনেমা একই সঙ্গে প্রদর্শন করা সঠিক সিদ্ধান্ত হবে না।”
তিনি আরও বলেন, “সেই সময় আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি আমাদের সিনেমা শিল্পের উন্নতির জন্য যে কোনো ভালো সিনেমাকে সাধুবাদ জানানো উচিত। সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই আমরা সেই সময় সিনেমা মুক্তির জন্য ডিসেম্বরের ২৩ তারিখ নির্ধারন করি। আমার তো মনে হচ্ছে আমার সিদ্ধান্ত সঠিক ছিলো।”
‘এক পৃথীবি প্রেম’-এ অন্যান্যদের মধ্যে আরো অভিনয় করেছেন- আবুল হায়াত, হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান, আফজাল শরিফ প্রমূখ। সংগীত আয়োজন করেছেন ইমন সাহা। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, মিলন মাহমুদ ও পড়শী।
সারাদেশে ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। প্রাথমিকভাবে সারাদেশের ব্যবসাবান্ধব প্রেক্ষাগৃহগুলোকে বেছে নেওয়ার পরিকল্পনা থাকলেও পরবর্তীতে দর্শকের চাহিদার উপর নির্ভর করে দ্বিতীয় সপ্তাহে প্রেক্ষাগৃহের চূড়ান্ত সংখ্যা নির্ধারিত হবে বলেও জানালেন অলিক।