খোলা বাজার২৪, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬:
বিয়ে করেছেন মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা নাফিসা কামাল ঝুমুর। বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক সৈয়দ আসিফ হোসেনের সঙ্গে বৃহস্পতিবার বিয়ের পিঁড়িতে বসেন তিনি।
‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতা থেকে উঠে আসা নাফিসা কামাল ঝুমুর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ করেছেন। পড়ালেখা, সৌন্দর্য, প্রতিভা সব দিকেই তিনি এগিয়ে। বিয়ের পরও মিডিয়াতে নিয়মিত হবেন বলে জানান তিনি।
ঝুমুর প্রথম পরিচিতি পান ফেয়ার অ্যান্ড লাভলির ‘হার না মানা নারী’ বিজ্ঞাপনের মাধ্যমে। গলায় ক্যামেরা ঝুলিয়ে তিনি ফটোসাংবাদিক। হরতাল, সহিংসতাকে তুচ্ছ মনে করে এগিয়ে চলেছেন তিনি। বাস্তবেও ‘হার না মানা’ ঝুমুরের ওই বিজ্ঞাপনটি অসংখ্য নারীর অনুপ্রেরণার উৎস হয়ে আছে। এরপর ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গে ‘ফেয়ার অ্যান্ড লাভলি ম্যাক্স ফেয়ারনেস’, প্রথমবারের মতো বাংলাদেশে ভিটের করা বিজ্ঞাপনের মাধ্যমে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যান ঝুমুর।