Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬: 18নীল চোখের জাদুতে মাতোয়ারা সোশ্যাল দুনিয়া। ক্যামেরার এক ক্লিকেই জীবনের মোড় ঘুরে গিয়েছিল পাকিস্তানের ছোট্ট গ্রামের অখ্যাত চা বিক্রেতা আরশাদ খানের।

ইন্টারনেটে ভাইরাল হওয়ার পরেই তিনি রীতিমতো তারকা বনে যান।
প্রথমে মডেলিং, তারপর মিউজিক ভিডিও। তৃতীয় চমকটি ছিল, ব্রিটিশ সংবাদপত্র ‘ইস্টার্ন আই’-এর বিচারে এশিয়ার সেক্সিয়েস্ট পুরুষ হিসেবে ২০১৬-র তালিকায় জায়গা করে নেয়া।
নতুন চমক হিসেবে আরশাদ প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করতে চলেছেন।
জানা গেছে, পাকিস্তানি ছবি ‘কবীর’-এর মাধ্যমেই বড় পর্দায় প্রথম মুখ দেখাবেন আরশাদ।
ছবির শুটিং হবে ইংল্যান্ড আর দুবাইয়ে। তবে কবে মুক্তি পাবে এই ছবি তা এখনও জানা যায়নি।