খোলা বাজার২৪, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬:
জন্ম নবাব বংশে হলেও, জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির সঙ্গেও রক্তের সম্পর্ক আছে সাইফ আলি খান আর কারিনা কাপুর-এর সদ্যজাত পুত্র তৈমুর-এর। কারণ তৈমুর-এর দাদি শর্মিলা ঠাকুর যে রবীন্দ্রনাথ ঠাকুর-এর দাদার ভাতিজার পৌত্রি!
টাইগার আলি খান পাতৌদিকে বিয়ে করে বেগম আয়েশা সুলতানা হওয়ার আগে ঠাকুর বাড়ির মেয়েই ছিলেন শর্মিলা। আর তাই, পাতৌদি বংশ আর ঠাকুর বংশ মিলেমিশে গেছে এই একটি বিয়ের ঘটনায়। রবি ঠাকুরের বংশলতিকায় সেভাবেই যুক্ত হয়ে গেছে তৈমুরের নামও।
মবকারিনা-পুত্র জন্মের দিন থেকেই হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর তারকা। এবার ঠাকুরবাড়ির সঙ্গে সদ্যজাত শিশুটির সম্পর্কের সূত্র খুঁজে বের করে করেছেন কেউ একজন, অনলাইনে সেটাই হয়ে গেছে ভাইরাল।
হিসাব করলে দেখা যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বারকানাথ ঠাকুরের ভাই গিরীন্দ্রনাথ-এর পৌত্রীর নাতি হলো তৈমুর। তথ্যগতভাবে এ বংশতালিকা ঠিকই। আর তাই লতায়-পাতায় রবি ঠাকুরের উত্তরসূরি হিসেবেই নাম থাকবে করিনা তনয় তৈমুরের।
এমনিতেই সাইফ-করিনার পুত্রের নাম তৈমুর কেন, তা নিয়ে সরব হয়েছে ভারতবাসী। যে তৈমুর দিল্লিকে ধ্বংস করেছিলেন, তাঁর নামে সদ্যোজাতের নামকরণ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এ ব্যাপারে এখনও নিজেদের সিদ্ধান্ত জানাননি নবাব পরিবার।