খোলা বাজার২৪, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে সঞ্জীব চত্বরে রোববার বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম সঞ্জীব উৎসব। সঞ্জীব উৎসব উদযাপন পরিষদের আয়োজনে এ উৎসবে অংশ নেবেন সঞ্জীব অনুরাগী জনপ্রিয় শিল্পীরা। থাকবে বিভিন্ন ব্যান্ড এর পরিবেশনা।
এ উৎসবের আয়োজন সহযোগী ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি। বিকেল ৩টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে এ উৎসব। উৎসবটি সবার জন্য উন্মুক্ত।
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ২০০৭ সালের ১৯ নভেম্বর রাতে সঞ্জীব চৌধুরী পাড়ি জমান না ফেরার দেশে। আজ তার নবম মৃত্যুবার্ষিকী। সঙ্গীত জগতে সঞ্জীব চৌধুরী ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র। বাংলা ব্যাণ্ডদল দলছুট’র অন্যতম প্রধান সদস্য ও দেশের প্রধান দৈনিক পত্রিকার সাংবাদিক ছিলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা সঞ্জীব চৌধুরী আশির দশকে সাংবাদিকতা শুরু করেন। সেসময়ই ‘শঙ্খচিল’ নামের দলে সংগীতচর্চা শুরু হয় তার। এরপর ১৯৯৬ সালে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গে বর্তমানের শীর্ষস্থানীয় ব্যান্ড ‘দলছুট’ গঠন করেন। পরবর্তীতে সঞ্জীব চৌধুরীর কথা ও বাপ্পার সংগীতায়োজন দলটিকে ভিন্ন মাত্রা দেয়।