Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬:56
স্বামী অক্ষয় কুমারকে ছেড়ে কথা বলেননি। সেখানে সালমান খান ছাড় পেতে যাবেন কেন! এক সংবাদপত্রের হয়ে লিখতে গিয়ে এবার বলিউডের ‘সুলতান’-কে খোঁচা দিলেন টুইঙ্কেল খান্না। সালমানের উপযুক্ত পাত্রী খুঁজতে বিজ্ঞাপন দিয়েছেন তিনি।

তাতে লিখেছেন, ‘ভারতের সবথেকে বয়স্ক অথচ যোগ্যতম অবিবাহিত পুরুষের উপযুক্ত পাত্রী চাই। দেখতে সুপুরুষ, পেশীবহুল, আমিষাশী, পেশায় যথেষ্ট সফল এবং নামজাদা পরিবারের ছেলে। নাচে, অভিনয়ে এবং সৃজনশীলতায় তার তুলনা হয় না। পাত্রীকে যথেষ্ট সুন্দরী ও রোগা হতে হবে। ভাঙাচোরা রাস্তায় লঙ ড্রাইভে ইচ্ছুক হতে হবে। তবে বেশ কথা বললে চলবে না। পাত্র ঘ্যানর ঘ্যার পছন্দ করে না। জাতপাত নিয়ে বাছ বিচার নেই। বিয়েতে ইচ্ছুক হলে সুলতান@ভাইজান ডট কমে যোগাযোগ করুন।’
সালমানের সঙ্গে ‘জব প্যায়ার কিসি সে হোতা হ্যায়’ ছবিতে অভিনয় করেছিলেন টুইঙ্কেল। সহকর্মীর সম্পর্কে এমন মন্তব্য করায় সালমান ভক্তরা ইতিমধ্যেই রেগে গিয়েছেন তার ওপর। তবে এ ব্যাপারে সালমান কোনও মন্তব্য করেননি।