খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬:
বিখ্যাত পপসিঙ্গার ব্রিটনি স্পিয়ার্স (৩৫) মারা গেছেন। সত্যি নয়, পুরোটাই শতভাগ খাঁটি গুজব।
আর এমন গুজবই ছড়ানো হয়েছে বিখ্যাত সনি মিউজিকের টুইটার অ্যাকাউন্ট থেকে।
সোমবার সনি কর্পোরেশনের অধীন সনি মিউজিকের টুইটার অ্যাকাউন্টটি হ্যাকড হয়ে যায়। এরপরই অ্যাকাউন্টটি থেকে এমন ভুয়া বার্তা ছড়িয়ে দেয়া হয়।
পরে অবশ্য অ্যাকাউন্টটি উদ্ধারের পাশাপাশি ব্রিটনি স্পিয়ার্স ও তার ভক্তদের কাছে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষমা প্রার্থনা করে সনি মিউজিক কর্তৃপক্ষ।
এদিকে ব্রিটনির ম্যানেজার অ্যাডাম লেবার সিএনএনকে জানান, আন্তর্জাতিক সুপারস্টার ও গ্রেমি অ্যাওয়ার্ড বিজয়ী ব্রিটনি স্পিয়ার্স সম্পূর্ণ সুস্থ আছেন।
সনি মিউজিকের ওই টুইট বার্তায় বলা হয়, ‘রিপ@ব্রিটনিস্পিয়ার্স’, ‘রিপ ব্রিটনি (১৯৮১-২০১৬)’। এ পোস্টের সঙ্গে কান্নারত ইমোজিও ব্যবহার করা হয়।
এর আগে ২০১৪ সালে সনি কর্পোরেশনের অন্য একটি প্রতিষ্ঠান সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট এক ভয়াবহ সাইবার হামলার শিকার হয়।