খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬: চলতি বছর চলচ্চিত্রপাড়ার সবচেয়ে আলোচিত খবর ‘অপু উধাও!’ কোথাও পাওয়া যাচ্ছে না তাকে। বছরের শুরু থেকেই নিজেকে আড়াল করে রেখেছিলেন দেশীয় ছবির শীর্ষ এই নায়িকা। কিন্তু হঠাৎ খবর আসে ২৬ এপ্রিল ‘বসগিরি’ ছবির শুটিং করবেন।
কিন্তু কিছুদিন পরই তিনি জানান, ওই ছবিতে অভিনয় করছেন না। এরপর আর দেখা যায়নি তাকে। তার ব্যক্তিগত মোবাইল ফোনটিও দীর্ঘদিন ধরে বন্ধ। চলচ্চিত্রের মানুষজন তো বটেই, এমনকি অপুর কাছের মানুষজনও তার অবস্থানের কথা নিশ্চিত হয়ে বলতে পারেন না।
অনেকে বলেন, অপুর বড় বোনের বাড়ি ভারতের কলকাতায়। হয়তো সেখানে গিয়েছেন। তার ওই উধাও হওয়ার জন্য বিপাকে পড়েন পরিচালকরা। তার জন্য আটকে আছে অনেক ছবির কাজ। বছরের শেষের দিকে এসে অপুর খোঁজে নামেন তার সহশিল্পীরা। অবশেষে সেই উধাও হয়ে যাওয়া অপু বিশ্বাসকে নিয়ে খেলামেলা কথা বললেন সুপারস্টার শাকিব খান।
হিরো শাকিব বলেন, ‘আমার সঙ্গে বহু মাস ধরে অপুর যোগাযোগ নেই। কেউ যদি নিজে থেকে কাউকে খোঁজ না দেয়, তা হলে তার খোঁজ কীভাবে নেব!’ উধাও হয়ে যাওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশি ছবিতে এর আগে অনেকেই উধাও ছিলেন। চমক নিয়েও ফিরেছেন তারা। অপুর ক্ষেত্রেও হয়তো তেমনটিই ঘটতে যাচ্ছে।’