Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬: 82সেই ছোটবেলা থেকেই বিটিভিতে দেখে বড় হয়েছি সকাল-সন্ধ্যা,ঢাকায় থাকি,অয়োময়, সংশপ্তক, এইসব দিনরাত্রি, বহুব্রীহি, কোথাও কেউ নেই সহ বিভিন্ন কালজয়ী টিভি সিরিয়াল। তখন ঘরে ঘরে টেলিভিশন ছিলোনা, রীতিমত উৎসব মুখর পরিবেশেই এ সমস্ত সিরিয়াল দেখতাম। সেই দিন গত এবং নিহত হয়েছে আরো আগে। এখন ঢাকা শহরে বাজারের চাইতে টিভি চ্যানেলের সংখ্যা বেশী, আর অনলাইন উপদ্রবতো আছেই।

ষষ্ঠদশ শতাব্দীতে অটোমান সাম্রাজ্যের অধিপতি সুলতান সুলেমানের কিচ্ছা দীপ্ত টিভি দেখাচ্ছে, সুলতান দুনিয়ায় না থাকলেও তার আগ্রাসন চলছে ঢাকায়। আমাদের সম্মানিত নাট্যকর্মীরা রাস্তায় নামতে বাধ্য
হয়েছেন, তাদের দেশপ্রেমের প্রতি আংশিক শ্রদ্ধা অবশ্যই আছে। সুলতান সুলেমান আসলেই প্রতাপশালী ছিলেন। অন্তত এতোটুকু বুঝেছি- সেটা অস্বীকার করলে গায়েবী চড় খেতে হবে।
একটাই টিভি চ্যানেল ছিলো, বিটিভি। বায়ান্ন বছর পূর্ণ করলো এই বোকা বাক্স। এই বাক্সটা একাই চালাতো এই দেশের মানুষের সংস্কৃতির ভালবাসার চরকা। তখন দেখেছি বে ওয়াচ, ফলগাই, ডালাস, সিক্স মিলিয়ন ডলার ম্যান, জেমিনি ম্যান, চিপস, চার্লিস এঞ্জেলস, ম্যান ফ্রম অটলান্টিস, নাইট রাইডার, ম্যাকগাইভার ,ওয়ান্ডার ওমেন সহ অসংখ্য ইংরেজী টিভি সিরিয়াল।
পাশাপাশি ডাবিং কৃত নেপালী ইরানী ছবি। সংস্কৃতি এক জিনিষ, নজর খারাপ আরেক জিনিষ। হৃদয়ে বাংলাদেশ আর মস্তিস্কে বানিজ্য- এই ফর্মূলার ধান্ধাবাজ বাজারে ঠাসাঠাসি অবস্থানে আছে। সুলতান সুলেমান আমাদের আবার টিভি মূখী করেছে। উন্মুক্ত আকাশে এখন বাঁধাহীন সবাই, সঙ্গে ফ্রি উপহার পলিউশন। সুলতান সুলেমান দেখুন, শিখুন। শুধু হেরেমে চোখ না রেখে আসুন নিজের চোখে পর্দা দেই। সুলতান সুলেমান বন্ধ হলে টের পাবেন, কোথাও কেউ নেই –সিরিয়ালের বাকের ভাইয়ের ফাঁসী আটকাতে না পারলেও রাস্তায় নেমেছিলাম, তখন ছোট ছিলাম । প্রয়োজনে সুলতান সুলেমানের এই পাশা আবার নামবে । ভালবাসা অবিরাম।