খোলা বাজার২৪, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০১৬: বাংলাদেশ প্রিমিয়ার লিগজুড়ে (বিপিএল) আলোচনায় ছিলেন জনপ্রিয় মডেল ও উপস্থাপক আমব্রিন। স্টেডিয়ামে কথার ঝড় তোলার পাশাপাশি রূপ দিয়ে মুগ্ধ করেছেন কোটি দর্শককে। বিপিএলে আমব্রিনের পারফর্মেন্স এতটাই ভালো ছিল যে, হাস্যরস্য বিভাগে কাল্পনিক সাক্ষাৎকার দেওয়ার মতো লোভনীয় অফার পেয়েছেন। পাঠকের চাহিদার কথা বিবেচনা করে এই প্রতিবেদক আবেগে আপ্লুত হয়েই নিজেই আমব্রিনের সেই কাল্পনিক সাক্ষাৎকার নিয়েছেন। আসুন সময় নষ্ট না করে পড়ে ফেলি।
হাস্যরস্য : ৩০ দিনে ইংরেজি শিক্ষার বইটা পড়লে কি সত্যি ইংরেজি শেখা যাবে?
আমব্রিন : এটা আমাকে জিজ্ঞেস করছেন কেন?
হাস্যরস্য : আপনি খুব ভালো ইংরেজি বলতে পারেন। তাই কৌতূহলে জানতে চাইলাম।
আমব্রিন : আপনার কি মনে হয়, এই বই পড়ে আমি ইংরেজি শিখেছি?
হাস্যরস্য : রাগ কইরেন না প্লিজ। অন্য প্রসঙ্গে আসি। এইবার বিপিএলে কোন জিনিস আপনার সবচে বেশি ভালো লেগেছে?
আমব্রিন : দর্শকদের। আগের বছরের চাইতে এইবার দর্শকরা অনেক স্মার্ট ছিল। বলা যায়, অনেক দর্শক আমাকে দেখার জন্যই মাঠে আসত।
হাস্যরস্য : বলেন কী?
আমব্রিন : অবাক হচ্ছেন কেন? টিআরপির কথা চিন্তা করেই তো টিভিতে বারবার আমাকে দেখানো হতো।
হাস্যরস্য : আচ্ছা, এইবার বিপিএলে কোন জিনিস আপনার পছন্দ হয়নি?
আমব্রিন : দেখেন, খেলোওয়াড়রা সুন্দর একটা শট কিংবা বোলিং করলে সেটা বারবার রিপ্লে দেখানো হয়েছে, কিন্তু আমার সুন্দর হাসি বারবার রিপ্লে করে দেখানো হয়নি। এতে দর্শক বঞ্চিত হয়েছে।
হাস্যরস্য : আপনি কি জানেন, এতক্ষণ আপনার কাল্পনিক সাক্ষাৎকার নিয়েছি?
আমব্রিন : নিয়েছেন ভালো কথা, কিন্তু এইটা আমাকে বলার কী দরকার? আমাদের বুঝি সাক্ষাৎকার দিতে ইচ্ছে হয় না!
হাস্যরস্য : দর্শকদের উদ্দেশ্যে ইংরেজি শিক্ষার কিছু টিপস দিন।
আমব্রিন : কেন কেন?
হাস্যরস্য : কোম্পানির প্রচারের জন্য।