হলিউডে দীপিকার প্রথম ছবি ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ বিশ্বব্যাপী মুক্তি পাবে আগামী ২০ জানুয়ারি। একই দিনে বাংলাদেশে ঢাকার পান্থপথে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে এটি। বিষয়টি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ।
ছবিটি নিয়ে চলচ্চিত্র জগতে অনেকদিন আগে থেকেই উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। বাংলাদেশেও দীপিকা ভক্তের কমতি নেই। হলিউডের অ্যাকশন হিরো হিসেবে ভিন ডিজেলও এদেশের তরুণ সমাজের আইকন। ‘ট্রিপল এক্স’ সিরিজের তৃতীয় পর্বটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ভিন ডিজেল। আর তাই ছবিটি কবে মুক্তি পাবে সেই প্রতীক্ষায় ক্ষণ গুণছেন সিনেমাপ্রেমীরা।
মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘দর্শকের চাহিদা বিবেচনা করে আন্তর্জাতিক মুক্তির দিনেই ত্রিমাত্রিক প্রযুক্তিতে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে দীপিকা পাড়ুকোনের ছবিটি। এ উপলক্ষে আমরা এখন প্রিমিয়ার শো আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। ‘
ডি. জে. ক্যারাসোর পরিচালনায় এতে আরো আছেন রুবি রোজ, ডনি ইয়েন, টনি জা, নিনা ডোবরেভ, স্যামুয়েল এল. জ্যাকসন, টনি কলেট।
জানা গেছে, বিশ্বের অন্যান্য দেশের আগে ১৪ জানুয়ারি ভারতে মুক্তি দেয়া হবে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’। কারণ ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে আসবে শাহরুখ খানের ‘রইস’ ও হৃতিক রোশনের ‘কাবিল’। তাই একটু আগেভাগেই মুক্তি দেয়া হচ্ছে দীপিকা-ডিজেলের ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’।