Mon. Sep 22nd, 2025
Advertisements

56মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা নির্যাতনের ভিডিও নিয়ে সমালোচনা শুরু হয়েছে। ঘটনাটি তদন্তের কথা জানিয়েছে দেশটির সরকার।

ভিডিওতে দেখা যায়, সারি বেঁধে বসে আছে বেশ কয়েকজন গ্রামবাসী। চারপাশে কঠোর পুলিশি প্রহরা। হঠাৎ একজন পুলিশ কর্মকর্তা পেটাতে শুরু করলেন এক রোহিঙ্গাকে। আরেক কর্মকর্তা এসে সরাসরি লাথি মারলেন তাঁর মুখে। এরপর অন্যদের পেটানো হলো একে একে।
মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর অত্যাচারের এই ভিডিও করেন একজন পুলিশ কর্মকর্তা। গত বছর নভেম্বরে করা ভিডিওটি পরে ইন্টারনেট ও বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে বেশ তোলপাড় শুরু হয়।
মিয়ানমার সরকার জানায়, গত বছর রাখাইন রাজ্যের মুংদো শহরে দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়। তার জের ধরেই ওই অভিযান চালানো হয়েছিল।
ভিডিওটি নিয়ে আলোচনা-সমালোচনার ফলে শেষ পর্যন্ত টনক নড়েছে মিয়ানমার সরকারের। রোহিঙ্গা নির্যাতনের ভিডিওটি খতিয়ে দেখবে বলে জানিয়েছে তারা।
রাখাইন প্রদেশের কাউন্সিলর কার্যালয় থেকে এক বার্তায় জানানো হয়, যেসব পুলিশ কর্মকর্তা আইন ভঙ্গ করেছে তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
তবে সরকারের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে, এগুলো সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ। তবে সেখানে কোনো ধরনের হত্যা বা নির্যাতনের ঘটনা ঘটেনি।