খোলা বাজার২৪, বুধবার, ৪ জানুয়ারি ২০১৭:েে এ মুহূর্তে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ২০১২ সালে ‘ভালোবাসার রং’ ছবির মাধ্যমে চলচ্চিত্রের পর্দায় হাজির হন তিনি। এরপর ‘অগ্নি’, ‘ওয়ার্নিং’, ‘ভালোবাসা আজকাল’, ‘দবির সাহেবের সংসার’, ‘হানিমুন’, ‘অনেক সাধের ময়না’সহ বেশ কিছু ছবিতে কাজ করেন।
তবে গেল বছরের মে মাসে এই অভিনেত্রী হঠাৎ বিয়ের পিঁড়িতে বসেন। এরপর তিনি অর অভিনয় করবেন কি-না তা নিয়ে জোর আলোচনা শুরু হয়। তবে গেল বছরে কয়েকটি ছবিতে কাজ করেন তিনি। আর নতুন বছরে তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানান।
তিনি বলেন, গেল বছরটা ভালোই কেটেছে। সে বছরের শুরুর দিকে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘কৃষ্ণপক্ষ’ ছবিটি থেকে সাড়া পেয়েছি। এরপর আরও কয়েকটি ছবির কাজ শুরু করলেও বর্তমানে গাজী জাহাঙ্গীরের ‘প্রেমের বাঁধন’-এর কাজ করছি। এ ছবিতে আমার বিপরীতে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী। আমরা দুজনে গত বছর জুটি বেঁধে কাজ করেছি। বছরের শেষদিকে রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং হাউজে নতুন ছবির কাজ করেছি। গল্পটি আমার ভালো লেগেছে। আশা করছি দর্শকরাও উপভোগ করবেন। আর নতুন বছরে আরো তিনটি কাজ করতে যাচ্ছি। শিগগিরই এ ছবিগুলোর নাম জানাবো।
উল্লেখ্য, গেল বছর মাহি অভিনীত ‘কৃষ্ণপক্ষ’ ও ‘অনেক দামে কেনা’ ছবি দুটি মুক্তি পায়। এছাড়া গত ১১ই নভেম্বর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ২ নম্বর ফ্লোরে ‘প্রেমের বাঁধন’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। আর গত ২১শে ডিসেম্বর থেকে এ ছবির প্রথম ধাপের কাজ শুরু হয়। বাপ্পি ও মাহি ছাড়া এতে আরো অভিনয় করছেন তানিন সুবাহ, মিশা সওদাগর, আলী রাজ, কাজী হায়াৎ, আদিত্য আলম, কাবিলা, ডি. জে. সোহেল ও শিশুশিল্পী আবসিসহ অনেকে। চিত্রবাণীর ব্যানারে নির্মাণাধীন এ ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন পরিচালক গাজী জাহাঙ্গীর।