খোলা বাজার২৪, বুধবার, ৪ জানুয়ারি ২০১৭: বছরের শুরুতে জনপ্রিয় টেলিভিশন অভিনেতা মোশাররফ করিম নুতন লুকে হাজির হচ্ছেন। বহু নাটকে অভিনয় করতে গিয়ে ভিন্ন চরিত্রে অভিনয় করা মোশররফ করিম ‘ল্যাম্প পোস্ট’ শিরোনামে একটি নাটকে একেবারে অন্য সাজে সেজেছেন।
সিকান্দার বক্স নির্মাতা সাগর জাহানের এ নাটকে মেহেদী রঙে চাপ দাড়িওয়ালা এক বৃদ্ধকে ফুটিয়ে তুলবেন তিনি। এরই মধ্যে নতুন সিরিয়াল ‘ল্যাম্প পোস্ট’র’ শুটিং শুরু হয়েছে।