খোলা বাজার২৪, রবিবার, ৮ জানুয়ারি ২০১৭: গানে ফিরলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। স্বাস্থ্যের কারণে গত দুই বছর গান করেননি নাইটিঙ্গেল খ্যাত ভারতীয় এ সঙ্গীত ব্যক্তিত্ব। সম্প্রতি আবার গাইলেন তিনি। রেকর্ড করেছেন ধর্মীয় ভক্তিমূলক গান।
খবরটি প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। লতা বলেছেন, দীর্ঘদিন ধরে গাইতে চাইছিলাম। সময়ের সঙ্গে পেরে উঠছিলাম না। অবশেষে শুরু করলাম। ইতিমধ্যেই দুটি শ্লোক রেকর্ড করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালে শেষ গান গেয়েছিলেন তিনি, হিন্দি ছবি ডুন্নো ওয়াই টুৃলাইফ ইজ আ মোমেন্ট ছবিতে। গানটি ছিল ‘জানে ক্যায়া হে, জানা ম্যায়নে’।
শারীরিক অসুস্থতার কারণে এরপর আর গান করা হয়নি। জনপ্রিয় এই গায়িকা গানের জগৎ থেকে অবসরে যাচ্ছেন বলে খবর প্রকাশ করে ভারতীয় বেশ কয়েকটি মিডিয়া। যে খবর সে সময় বিস্মিত হয়ে তা নাখোচ করেন লতা।