Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০১৭: 5দীপ্ত টিভির বাংলা ডাবিং করা আলোচিত সিরিয়াল সুলতান সুলেমান। বিদেশি এই সিরিয়ালটি বাংলায় ডাবিং করে প্রচার হওয়ার পর থেকে একইসঙ্গে আলোচনা এবং সমালোচনা দুটোই কুড়িয়েছে টিভি চ্যানেল দীপ্ত।

সিরিয়ালের অন্যতম বিশেষ চরিত্র ইব্রাহিম পাশা। উজির হিসেবে দায়িত্ব পালন করেছেন অটোমান সাম্রাজ্যে। ডাবিংকৃত এই ধারাবাহিকের আজকের পর্বে মৃত্যু হবে ইব্রাহিম পাশার।
সুলতানের নির্দেশেই তাকে মেরে ফেলা হবে। আজ সন্ধ্যায় সাড়ে ৭টায় দেখানো হবে এই পর্ব।
আজকের পর্বের কী ঘটতে তার প্রমো ভিডিওতে দেখা গেছে, বিষন্ন সুলতান দাড়িয়ে রয়েছেন। হয়তো পাশার মৃত্যুর জন্য মন খারাপে! তার নির্দেশে গভীর রাতে মুখে কাল কাপড় বাঁধা গুপ্তঘাতকরা ইব্রাহিম পাশার কক্ষে প্রবেশ করলেন।
ঘুমন্ত পাশা জেগে উঠে দেখেন, ঘাতকরা তার চারপাশ দিয়ে ঘিরে রেখেছেন। শ্বাসরুদ্ধ করে তাকে মেরে ফেলার চেষ্টা করছেন ঘাতক বাহিনী। বাকি অংশ সন্ধ্যায় দেখা যাবে।
উল্লেখ্য, তুরস্কে নির্মিত এই ধারাবাহিকের চতুর্থ সিজনের প্রচার শুরু হয়েছে ১ জানুয়ারি থেকে। সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার প্রচারিত হয় ধারাবাহিকটি।