Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০১৭: 6শোবিজের জনপ্রিয় দুই মুখ তাহসান খান ও আশনা হাবিব ভাবনা। তারা প্রত্যেকেই বৈচিত্র্যময় সব কাজের মাধ্যমে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। নতুন খবর হচ্ছে, প্রথমবারের মতো এই জুটির রসায়ন পাওয়া যাবে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। এর নাম ‘বরষা’।

স্বল্পদৈর্ঘ্যটি নির্মাণ করবেন জনপ্রিয় নির্মাতা অনিমেষ আইচ। এই নির্মাতা বলেন, ‘‘বরষা’ শর্ট-ফিল্মটি নির্মিত হবে রোমান্টিক গল্পের আদলে। বাকিটা চমক হিসেবেই রাখতে চাই।’
তিনি আরো বলেন, ‘আগামী ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি ‘বরষা’র শুটিং শুরু হবে ঢাকার বাইরে।’
তাহসান বলেন, “অনিমেষ আইচ অনেক প্রতিভাবান একজন নির্মাতা। তার নির্মাণে নিশ্চয়ই ভালো একটি কাজ হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বরষা’।”
এ বিষয়ে ভাবনা বলেন, ‘এটাই হতে যাচ্ছে আমার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। আর আমার বিপরীতে থাকছেন তাহসান ভাই। এককথায় দারুণ একটি কাজ দিয়ে বছরটা শুরু করতে যাচ্ছি। বিষয়টি নিয়ে আমি ভীষণ এক্সাইটেড।’
প্রসঙ্গত, সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘বরষা’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি উপলক্ষে এক ঘরোয়া মহরত অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন নির্মাতা অনিমেষ আইচ, তাহসান, ভাবনা প্রমুখ।