খোলা বাজার২৪, বুধবার, ১১ জানুয়ারি ২০১৭: প্রথম আলোর ফটোসাংবাদিক জিয়া ইসলামকে গাড়িধাক্কার ঘটনায় গ্রেপ্তার অভিনেতা ও মডেল কল্যাণ কোরাইয়াকে রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হচ্ছে।
রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে ঘটনার প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে পুলিশ মনে করছে।
বুধবার সকালে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফত বলেন, ‘প্রথম আলো কর্তৃপক্ষের মামলায় কল্যাণকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে তিনি প্রাথমিক তথ্যে জিয়ার ঘটনা নয়, অন্যস্থানে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেন বলে স্বীকার করছেন। তিনি জিয়া ইসলামের ঘটনা জানেন না বলে দাবি করেছেন। তবে তার এ কথা কতখানি সত্য, তা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে। এ কারণে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হতে পারে।’
উল্লেখ্য, সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির উল্টো দিকের রাস্তায় গাড়িচাপায় গুরুতর আহত হন জিয়া। বর্তমানে তিনি অ্যাপোলো হাসপাতালে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে বলে চিকিৎসকরা জানিয়েছেন।