খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০১৭: ‘রইস’-এর আকাশ থেকে কালো মেঘ কেটে গিয়েছে। সুস্থ স্বাভাবিকভাবেই মুক্তি পাবে ছবি। এমনটা ভেবে হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন শাহরুখ খানসহ ছবির গোটা ইউনিট। কিন্তু না। সে ধারণা ফের ভুল প্রমাণিত হল। ছবি মুক্তির দিন ১৫ আগে ফের নয়া সমস্যা হাজির হল।
পরিচালক রাহুল ঢোলাকিয়ার ছবিতে কিং খানের বিপরীতে দেখা যাবে পাকিস্তানী অভিনেত্রী মাহিরা খানকে। যা নিয়ে উঠেছিল বিতর্কের ঝড়। গত বছর কাশ্মিরের উরিতে জঙ্গি হামলার পর ভারতে পাক শিল্পীদের কাজ করা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। তবে পাকিস্তানী তারকার উপস্থিতি যাতে ‘রইস’-এর মুক্তিতে কোনওভাবেই বাধা হয়ে না দাঁড়ায়, তার জন্য মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরের সঙ্গে দেখা করে আলাদাভাবে কথা বলেছিলেন শাহরুখ খান।
আশ্বাস দিয়েছিলেন, এ দেশে ছবির প্রচারে মাহিরা খানকে দেখা যাবে না। ফলে ছবি মুক্তি নিয়ে সমস্ত জট কেটে গিয়েছিল বলেই মনে করা হচ্ছিল। কিন্তু মঙ্গলবার ছবির ডিসট্রিবিউটারের একটি টুইটে নতুন সমস্যার কথা সামনে এল। ছত্তিশগড়ের ডিসট্রিবিউটার অক্ষয় রথি জানান, শিবসেনার তরফে একটি হুমকি চিঠি পেয়েছেন তিনি। তাতে কড়া ভাষায় বলা আছে, ছবি মুক্তি পেলে তার পরিণত ভাল হবে না।
ইতিমধ্যেই গোটা ছত্তিশগড়ে ছড়িয়ে পড়েছে এই বার্তা। অক্ষয় বলেন, শিবসেনা যুব শাখার সভাপতি উদ্ধব ঠাকরেকে এই হুমকির কথা জানানোর চেষ্টা করছেন তিনি। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত বলিউড বাদশার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ছবি মুক্তির আগে এই হুমকি চিঠি যে নতুন করে ‘রইস’-কে বিপাকে ফেলল, তা বেশ স্পষ্ট।