খোলা বাজার২৪, শুক্রবার, ১৩ জানুয়ারি ২০১৭: কাজল আর করণ জোহরের বন্ধুত্ব বলিউডের জানা গল্প। ‘কুছ কুছ হোতা হ্যায়’ থেকে শুরু করে ‘মাই নেম ইজ খান’ ব্যবসাসফল এসব সিনেমা উপহার দিয়েছেন তারা। পরিচালক-নায়িকা থেকেও তাদের বন্ধুত্বই ছিল সবার আগে। অন্তত করণ তো সোশ্যাল মিডিয়ায় তেমনই ইঙ্গিত দিচ্ছেন।
এই সম্পর্কে চিড় ধরেছিল মাস দু’য়েক আগে। করণের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং অজয় দেবগণের ‘শিবায়’ একই দিনে মুক্তি নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। একে অপরকে কটাক্ষ করেছিলেন। এমনকী, অভিনেতা কমল আর খান টুইট করে জানিয়েছিলেন, ‘শিবায়’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বদনাম করার জন্য করণ নাকি তাকে টাকা দিয়েছিলেন। এত সবের পরও এই বন্ধুত্ব অটুট থাকবে বলেই মনে করেছিল বলিউড। কিন্তু করণের টুইটে মনে হচ্ছে, তা আর হওয়ার নয়।
অটোবায়োগ্রাফি ‘অ্যান আনসুটেবল বয়’-তে করণ শেয়ার করেছেন তার মনের কথা। লিখেছেন, কীভাবে কাজলের প্রতি তার ঘৃণা একটু একটু করে জমেছে। বিশেষত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ নিয়ে সেই তিক্ততা আরও বেড়েছে।
করণ লিখেছেন, ‘আমার আর কাজলের সঙ্গে কোনও সম্পর্ক নেই। ভেঙে গিয়েছে। এমন কিছু হয়েছে যেটাতে আমি খুব বিরক্ত হয়েছি। কিন্তু সেটা আমি সকলের সামনে বলতে চাই না। বরং আড়ালেই রাখতে চাইব। সেটাই বোধহয় আমার আর কাজলের জন্য ভাল হবে। ২৫ বছর ধরে যে ইমোশন আমার তৈরি হয়েছিল, সব কিছুকে মেরে ফেলেছে। ও আর আমাকে ডিজার্ভ করে না। আড়াই দশক পরে সম্পর্ক ভাঙল কাজল। কখনও আর ও আমার জীবনে ফিরে আসবে না।’
করণের এই বক্তব্যই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তের মধ্যে তা ভাইরাল। তবে কাজল এ ব্যাপারে এখনও মুখ খোলেননি।