খোলা বাজার২৪, রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭: নিজেদের প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করতে থাইল্যান্ড গেছেন তারকা দম্পতি নাঈম-নাদিয়া। গত ১২ জানুয়ারি রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তারা। বর্তমানে পাতায়া সমুদ্র সৈকতে রয়েছেন জনপ্রিয় এই দুই তারকা।
হঠাৎ করেই গেল বছর ১৫ জানুয়ারি রাজধানীর গুলশান ক্লাবে পরিবার ও বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দুই তারকা। নাঈমের সঙ্গে নাদিয়া দ্বিতীয়বারের মত বিয়ের পিঁড়িতে বসেন। এর আগে ২০০৮ সালে অভিনেতা শিমুলকে বিয়ে করেন নাদিয়া। প্রায় সাড়ে পাঁচ বছর সংসার করে ২০১৪ সালে দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটান নাদিয়া-শিমুল।
এদিকে নিজেদের প্রথম বিবাহবার্ষিকী উদযাপন সম্পর্কে এ দম্পতি জানান, ‘কি ভাবে যে একটি বছর পার হয়ে গেলো বুঝতেই পারিনি। এ ভাবে সারাটি জীবন এক সাথে সুখে কাটাতে চাই। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’ আগামী ১৯ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে নাঈম-নাদিয়ার।