Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3খােলা বাজার২৪, মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭
অনেক দিন ধরেই শোনা যাচ্ছে ‘ধুম’ ধারাবাহিকে সবচেয়ে আকর্ষণীয় চরিত্র ‘চোরের’ ভূমিকায় অভিনয় করবেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এর আগে ‘ধুম’ ছবির তিনটি সিক্যুয়ালে ‘চোরের’ ভূমিকায় অভিনয় করেছেন জন আব্রাহাম, হৃত্বিক রোশন ও আমির খান। এবার চতুর্থ সিক্যুয়ালে শাহরুখের নাম শোনা যাচ্ছে বেশ জোরালোভাবেই। এর কারণ ‘বেফিকরে’ ছবির ব্যর্থতা! বিষয়টি একটু খোলাসা করা প্রয়োজন।
‘বেফিকরে’ ছবির পরিচালক আদিত্য চোপড়া এখন নতুন ছবি করার জন্য মরিয়া হয়ে আছেন। কারণ, ‘বেফিকরে’র ব্যর্থতার পর যশরাজ ফিল্ম আর ‘ধুম’ চলচ্চিত্রটিই হতে পারে ফর্মে ফিরে আসার মূল চাবিকাঠি। বি-টাউনেরই, আদিত্য চোপড়ার ঘনিষ্ঠ একজনের বরাত দিয়ে ফিল্মফেয়ার জানিয়েছে, দ্রুত ভালো ও বড় কিছু নিয়ে কাজ শুরু করা উচিত আদিত্য চোপড়ার। চোপড়ার সেই পরিচিত জন ফিল্মফেয়ারকে বলেছেন, “আদিত্যর মতো এমন অভিজ্ঞ পরিচালক ‘বেফিকরে’ ছবির জন্য এক ধাপ পিছিয়ে গেছেন। মূলত, তাঁর এখন দ্রুত ভালো ছবিতে কাজ করা উচিত এবং বড় কিছু নিয়ে হাজির হওয়া উচিত। তাঁর ফেরার জন্য যশরাজ ফিল্ম ও ‘ধুম’ এ দুটি ছাড়া আর ভালো কী হতে পারে?’
বলিউডপাড়ায় এরই মধ্যে নাকি শোনা যাচ্ছে আদিত্য চোপড়া আর শাহরুখ খান একসঙ্গে কাজ করবেন। কাজেই দুইয়ে দুইয়ে চার মেলাতে দেরি হচ্ছে না কারো। সে জন্যই সম্ভাবনা জাগছে ‘ধুম’-এর পরবর্তী ছবিতে রোমান্টিক ইমেজ ছেড়ে ‘চোরের’ ভূমিকায় অবতীর্ণ হবেন শাহরুখ খান। সে সঙ্গে এও শোনা যাচ্ছে, তিনটি ‘ধুমে’ থাকা পুলিশ অফিসারের চরিত্র থেকে বাদ পড়ছেন অভিষেক বচ্চন।
‘ধুম’ সিক্যুয়ালে অবশ্য পুলিশ অফিসার নন, খলচরিত্রটিই থাকে দর্শকের প্রধান আকর্ষণ। তাই অভিষেক নন, দর্শক বেশি আগ্রহী শাহরুখের খবরটি জানতে।