Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭:  18আবারো আলোচনায় সেই আলোচিত স্বামী ওম, আবারো সালমান খানকে নিয়ে তার আপত্তিকর মন্তব্য। স্বামী ওম এবার বললেন ‘সালমান খান এইডসে আক্রান্ত! তিনি লন্ডনে একটি বিয়ে করেছেন এবং সেই সংসারে তার একটি কন্যা সন্তানও রয়েছে।’
সম্প্রতি প্রকাশিত এক সাক্ষাৎকারের ভিডিওসহ এ খবর প্রকাশ করেছে ইন্ডিয়া ডট কম নামের মিডিয়া।
আর সঙ্গে সঙ্গে তা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রকাশিত ভিডিওতে স্বামী ওমের কণ্ঠেই এসব কথা শোনা গেল।
‘বিগ বস সিজন-টেন’র অন্য প্রতিযোগী বানি জে ও রোহান মেহরার উপর মূত্র ছেটানোর জন্য বিগ বস থেকে বের করে দেওয়া হয় স্বামী ওমকে।
বাদ পড়ার পর থেকে শাহরুখ, আমির, সাইফকে অপহরণের ‍হুমকি, নানা রকম আপত্তিকর মন্তব্য করে আসছেন ওম।

উল্লেখ্য, সবশেষ কয়েকদিন আগে ‘সালমান খান আইএসআই-এর এজেন্ট’ বলে দাবি করে ব্যাপক সমালোচিত হন এ ব্যক্তিত্ব।