খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭: দেশীয় টেলিভিশনের তারকা দম্পতি মোশাররফ করিম ও জুঁই। এতদিন সুখী দম্পতিদের তালিকায় রাখা হতো তাদের। কিন্তু সেটি মনে হয় আর দীর্ঘস্থায়ী হবে না। কারণ, দাম্পত্য কলহের চরম পর্যায়ে বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তারা।
সংসার জীবনের ৫ বছর কেটে গেছে। একঘেয়ে জীবন নিয়ে তাদের মধ্যে তিক্ততা চলে এসেছে। দেনমোহরের দশ লক্ষ টাকা পরিশোধের উপায় না পেয়ে ডিভোর্সের চিন্তা বাদ দিয়ে নিরবে সহ্য করছেন মোশাররফ করিম। অন্যদিকে জুঁই ডিভোর্স চাইলেও কোথায় গিয়ে উঠবে সে চিন্তায় স্থির হয়ে আছে।
এমন সময় এগিয়ে আসে মোশাররফ করিমের এক বন্ধু। তিনি মোশাররফকে তার অফিসে চাকরি দেন। বিনিময়ে এখনই তাকে দশ লক্ষ টাকা দিতে রাজি হয়। ওদিকে জুঁইয়ের একটা এনজিওতে ভালো চাকরি হয়ে যায়।
দু’জন মনে মনে সিদ্ধান্ত নেওয়ার পর থেকে ঝগড়া আগের মতো তীব্র হয় না। ঝগড়ার সময় দু’জনই ভাবে ক’দিন পর তো ছাড়াছাড়ি হয়েই যাবে, ঝগড়া করে কী হবে? এতে দু’জনের মধ্যে সরি বলার ও ভুল স্বীকার করার প্রবণতা তৈরি হয়। একটা সময় দু’জনই তাদের সিদ্ধান্ত থেকে সরে আসে।
বাস্তবে নয়, ‘দেয়ালহীন দরজা’ নাটকের গল্প এটি। সাজিন আহমেদ বাবুর রচনা ও শামস্ করিমের পরিচালনায় নাটকটিতে মাসুম ও নিলু দম্পতির চরিত্রে পর্দায় হাজির হবেন বাস্তব জীবনের এই দম্পতি।
মোশাররফ করিম, জুঁই ছাড়াও এতে আরো অভিনয় করেছেন সুজাত, শিমুল শুভেচ্ছা, জুয়েল হাসান প্রমুখ।