Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, শুক্রবার, ২০ জানুয়ারি ২০১৭: 54নতুন বিতর্কে জড়ালো সালমানের আলোচিত রিয়ালিটি শো বিগ বস। সম্প্রতি এই শোতে অংশগ্রহণকারী দুই প্রতিদ্বন্দ্বীর বিয়ে ও ফুলশয্যার অংশ প্রচারে নতুন এই বিতর্কের জন্ম হয়।
বলিপাড়ায় গুঞ্জন চলছে টিআরপি বাড়াতে এখন ফুলশয্যার সম্প্রচার চলছে। ভবিষ্যতে কি আরও নিচে নামবে টিভি চ্যানেলগুলো!
সম্প্রতি জনপ্রিয় হিন্দি রিয়ালিটি শো ‘বিগ বস’ হাউসে ক্যামেরার সামনেই বিয়ে সারেন দুই প্রতিযোগী মোনালিসা এবং বিক্রান্ত সিংহ রাজপুত। বিয়ের পর নিয়মানুযায়ী শো’র মধ্যেই ফুলশয্যার কাজটিও অবলীলায় করেন তারা। বিগ বস হাউসের সিক্রেট রুমেই হয় তাদের বাসর।
অভিযোগ উঠেছে রিয়ালিটি শো-তে দর্শকদের আন›“ানের জন্য মোনালিসা ও বিক্রান্তকে ক্যামেরার সামনে এমন দৃশ্যের জন্য নাকি ৫০ লাখ টাকা দিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ!

তবে অপর একটি কথাও ভেসে বেড়াচ্ছে বলিপাড়ায়। অন্য একটা মহলের দাবি, মোনালিসার বয়ফ্রেন্ড বিক্রান্ত সিংহ মোনালিসাকে বিগ বস হাউজের মধ্যেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। মোনালিসাও আপত্তি করেননি। সে কারণেই তাদের বিয়েটা বিগ বস হাউজের মধ্যেই সেরে ফেলা হয়েছে।