খােলা বাজার২৪, শনিবার, ২১ জানুয়ারি ২০১৭: জবাব দিতে আসছেন হৃতিক রোশন! হ্যাঁ, সত্যিই তিনি এবার সব রকমের সমালোচনার জবাব দিতে চান পারফর্ম দিয়ে। উল্লেখ্য, সবশেষ মুক্তি পাওয়া হৃতিকের ‘মহেঞ্জোদরো’ তুলনামূলকভাবে বক্স অফিসে সাড়া ফেলতে পারেন নি।আর সেসব বিষয় মাথায় রেখে এবার নামছেন কাবিল অভিযানে।
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘কাবিল’র ২০ সেকেন্ডের ডায়লগ ভিডিও। হৃতিক এক পুলিশ অফিসারকে বলছেন, ‘জবাব স্যার, জবাব দুঙ্গা।’ সেই ডায়লগ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার মানে কী! এক ডায়ালগে তিনি সিনেমার সফলতা-চরিত্রের প্রকাশ, দুই জবাব দেয়ার আভাস দিলেন।
একইদিন প্রায় চার মিনিটের আরেকটি অ্যাকশন মেকিং ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে ‘কাবিল’র অ্যাকশন ধারণের চিত্র এবং সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। অভিনেতা হৃতিক, কাবিল প্রযোজক রাকেশ রোশন এবং নির্মাতা সঞ্জয় গুপ্তা গল্প, অ্যাকশনের বিষয়ে কিছুটা আভাসও দিলেন।
সঞ্জয় বলেন, হৃতিক আসলে অন্ধ চরিত্রের মাঝে প্রবেশ করেই নিজেকে তুলে ধরেছেন। যেটা বেশ কঠিন কাজ।
তবে হৃতিক বলছেন, অন্ধের চরিত্রে অভিনয় এবং সেটা নিয়ে অ্যাকশন চরিত্র উপস্থাপন করা আমার জন্য বেশ চ্যালেঞ্জের ছিল। এবং আমি সবগুলো নিয়েছি। মিউজিক রিদম ধারণ করেই এখানে অভিনয় করতে হয়েছে।
আসছে ২৫ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। হৃতিকের সঙ্গে এখানে দেখা যাবে ইয়ামি গৌতমকে।