Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, শনিবার, ২১ জানুয়ারি ২০১৭: 77এবার বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাইকে খুন করতে চাইলেন বিখ্যাত প্রযোজক ও পরিচালক করণ জোহর। একইসঙ্গে আরেক নায়িকা দীপিকা পাড়ুকোনকে বিয়ে এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেম করতে চান করণ।
কিন্তু হঠাৎ কেন এমন কথা বলতে গেলেন বলিউডের এ বিখ্যাত প্রযোজক।

আসল ঘটনা হল-সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে এসেছিলেন অভিনেত্রী আলিয়া ভাট। অনুষ্ঠানটি সঞ্চালনা করছিলেন করণ জোহর।
অনুষ্ঠানে করণ জোহরকে প্রশ্ন করার সুযোগ পান আলিয়া। আর সুযোগ পেয়েই করণ জোহরকে নায়িকার প্রশ্ন, কাকে বিয়ে করতে চান, কার সঙ্গে প্রেম করতে চান আর কাকে খুন করতে চান করণ? সঙ্গে তিনটি অপশনও দেন আলিয়া। দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ আর ঐশ্বরিয়া। প্রশ্ন অনুযায়ী তিনজনকে বেছে নিতে বলেন নায়িকা।
তৎক্ষণাৎ করণের জবাব, দীপিকাকে বিয়ে, ক্যাটরিনার সঙ্গে প্রেম আর ঐশ্বরিয়াকে খুন করতে চান তিনি।
এরপরেই আলিয়ার দ্বিতীয় প্রশ্ন, কেন ঐশ্বরিয়াকে খুন করতে চান করণ?
উত্তরে করণ বলেন, আমি আর অভিষেক একসঙ্গে বড় হয়েছি। তাই ঐশ্বরিয়াকে বিয়েও করতে পারব না, আর ওর সঙ্গে প্রেমও হবে না। তাই ওকে মেরে ফেলা ছাড়া আর কিছু করার নেই।