Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭:  41ভক্তদের কাছাকাছি থাকতে মাস কয়েক আগে ফেসবুকে যোগ দিয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এরপর থেকে নতুন নতুন প্রজেক্টের আপডেটের পাশাপাশি অনুসরণকারীদের চমকে দিচ্ছেন নানান ধরনের পোস্টের মাধ্যমে। সোমবার রাতে তিশার পাতায় তিনটি ছবি পোস্ট করা হয়। ক্যাপশন দেওয়া হয় ‘কক্সবাজার অ্যাট মিডনাইট’। দুটি ছবিতে কাঁকড়া, স্কুইডসহ নানা প্রজাতির মাছ স্থরে স্থরে সাজানো দেখা যায়। অপর ছবিতে দেখা যায় প্যাকেট করা শুঁটকি।

ছবিগুলোতে কয়েক হাজার লাইক পড়ে, মন্তব্যের ঘর পূর্ণ হয় নানান ধরনের প্রশ্নে। সেখান থেকে কিছু প্রশ্নের উত্তর দেয় টিম তিশা। স্ট্যান্ডার্ড ফেব্রিক্সের জন্য বিজ্ঞাপনে বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন তিশা। লোকেশনের তালিকায় আরো রয়েছে বান্দরবান, চট্টগ্রাম ও ঢাকা। বিজ্ঞাপনটির জিঙ্গেল তৈরি করছে জনপ্রিয় ব্যান্ড চিরকুট। কণ্ঠ দিয়েছেন শারমিন সুলতানা সুমি।
বিজ্ঞাপনটি পরিচালনা করছেন মোস্তফা সরয়ার ফারুকী। একই নির্মাতার তৈরি বিউটি সোপের বিজ্ঞাপনে দ্ইু বছর আগে তিশাকে দেখা যায়। সম্প্রতি ফারুকীর পরিচালনায় ‘ডুব’ ছবিতে অভিনয় করেছেন তিশা। তার বাবার চরিত্রে আছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। সিনেমাটি চলতি বছর মুক্তি পাবে।