কিস্তিমাত’ ও ‘মুসাফির’খ্যাত পরিচালক আশিকুর রহমান বিয়ে করেছেন। কনের নাম মেহের মৌরি। পারিবারিকভাবে বিয়ে অনুষ্ঠিত হয়।রাজধানীর বনশ্রীর একটি চাইনিজ রোস্তোরায় শুক্রবার সন্ধ্যায় বিয়ে পড়ানো হয়। জানা যায় কনের সাথে আশিকুর রহমানের বেশ কয়েকমাস ধরে মন দেওয়া নেওয়া চলছিল। এরপর উভয় পরিবারের সম্মতিতে বিয়ে ঠিক করা হয়।
মেহের মৌরি গাহস্থ অর্থনীতি কলেজ থেকে অর্নাস সম্পন্ন করেছেন। খুব শিগগিরই নব দম্পতি হানিমুনে যাবেন। হানিমুনের জন্য দেশের বাইরে নন, দেশের ভিতরের দর্শনীয় স্থানকে বেছে নিয়েছেন তারা। আশিকুর রহমান এখন পর্যন্ত নির্মাণ করেছেন কিস্তিমাত, গ্যাংস্টার রিটানর্স ও মুসাফির। এছাড়া বর্তমানে শাকিব খানকে নিয়ে নির্মাণ করছেন ‘অপারেশন অগ্নিপথ’।
তরুণ এ নির্মাতা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদল্যায় থেকে চলচ্চিত্রের উপর মাস্টার্স করেন। বর্তমানে অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।