Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, শনিবার, ২৮ জানুয়ারি ২০১৭: 50খবর ছিল অপু বিশ্বাস ঢাকায় ফিরেছেন। অপু বিশ্বাসের ফেসবুক থেকে বিভিন্ন মেসেজ ও ইঙ্গিতপূর্ণ বার্তা থেকে এমনটাই জেনেছিল দেশের গণমাধ্যমগুলো। কিন্তু অপু বিশ্বাসের যেন এবার ঘুম ভাঙল। ১০ মাস অন্তরালে থাকা অপু বিশ্বাস এবার সরাসরি দেশের গণমাধ্যমের সাংবাদিকদের সাথে যোগাযোগ করেছেন। কথা বলেছেন বিভিন্ন বিষয় নিয়ে। এমনই অডিও টেপ সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

সোশাল মিডিয়ার ওই অডিও টেপে একজন গণমাধ্যমকর্মীর সাথে আলাপচারিতা উঠে এসেছে। সেখানে খুব স্বাভাবিকভাবে আলাপচারিতায় অংশ নিয়েছেন ঢাকাই ছবির ব্যস্ত নায়িকা। নানা কথার ফাঁকে অপু জানতে চান অনন্ত জলিল ও বর্ষার কথা। তারা যে ওমরাহ হজ করেছেন সে বিষয়টিও জানতে চান।
অপু বলেন, বাংলাদেশের এই তারকা দম্পতিকে তার খুবই ভালো লাগে। অনেক পছন্দের তারা। তিনি জানতে চান মক্কা থেকে জমজমের পানি এনেছে কি না! যদি এনে থাকে তাহলে তার জন্য যেন রাখে- ওই সাংবাদকর্মীকে বলেন অপু। অপু বলেন, জমজমের পানি আমার খুব পছন্দের পবিত্র পানি। এই পানিকে তিনি খুব পবিত্র পানি মনে করেন। অপু বলেন, জমজমের পানি আমি ভীষণ বিশ্বাস করি। আমার কথা বলবেন, যেন খেজুর ও জমজমের পানি যেন রাখে।
এ ছাড়াও নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শাকিবের সাথে বিয়ের প্রসঙ্গ আসলে সেটাকেও গুজব হিসেবে অভিহিত করেন তিনি।