খােলা বাজার২৪, রবিবার, ২৯ জানুয়ারি ২০১৭: দীর্ঘ চার বছর পর আবারও নতুন অ্যালবাম নিয়ে আসছেন গুণী সঙ্গীতশিল্পী মুজিব পরদেশী।
মাঝে বেশকিছু সময় দেশের বাইরে ছিলেন তিনি। দেশে ফিরে গানে নিয়মিত হয়েছেন। বর্তমানে স্টেজ শো নিয়েই ব্যস্ত সময় কাটছে তার। পাশাপাশি নতুন অ্যালবামের কাজও করছেন।
অ্যালবামে মোট দশটি গান থাকবে। গানগুলোর কথা, সুর এবং সঙ্গীতায়োজন তিনি নিজেই করবেন।
এছাড়াও দীর্ঘ প্রায় তিন দশক পর চলচ্চিত্রে অভিনয় করেছেন এ সঙ্গীতশিল্পী। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে তাকে।
নতুন একক অ্যালবাম ও চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে মুজিব পরদেশী বলেন, ‘নতুন অ্যালবামে আধুনিক ফোক ঘরানার গান থাকবে। সবশ্রেণীর শ্রোতাদের ভালোলাগার কথা বিবেচনা করেই গানগুলো তৈরি করছি। অভিনয়ের জন্য নির্মাতা ফারুকীর কাছে কাছে কৃতজ্ঞ।’