খােলা বাজার২৪, সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭: চিত্রনায়িকা অপু বিশ্বাস ফিরছেন এ খবর এখন অনেকেই জানেন। গত বছর নির্মাতা কালাম কায়সারের ‘মা’ চলচ্চিত্রের ত্রিশ শতাংশ কাজ করার পর হঠাৎ নিখোঁজ হয়ে যান অপু। এতে বিব্রতকর অবস্থায় পড়েন পরিচালক ও প্রযোজক। পরবর্তীতে ছবির পরিচালক সিদ্বান্ত নেন নায়িকা বুবলিকে নিয়ে আবারো নতুন করে ছবিটি শুরু করবেন। কিন্তু এখন অপু’র ফিরে আসায় ছবির নায়িকাকে থাকছেন সেটাই এখন দেখার পালা।
এ বিষয়ে নির্মাতা কালাম কায়সার বলেন, ‘শুনেছি অপু বিশ্বাস ফিরেছেন। তিনি নাকি এখন ঢাকায় আছেন। বেশ কিছু গণমাধ্যমে দেখলাম তিনি জানিয়েছেন কিছুদিনের মধ্যে তিনি সবার সামনে আসবেন। জানাবেন কোথায় ছিলেন কেনো ছিলেন। কিন্তু এখনো আমার সঙ্গে কথা হয়নি। দেখি অপেক্ষা করি কি হয়।’
তিনি আরো বলেন, ‘গত বছরের শুরুতে আমার পরিচালনায় ‘মা’ ছবিতে কাজ করেন অপু বিশ্বাস। এফডিসি ও পুবাইলে দশ দিন কাজ করার পর হঠাৎ ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি অনেক যোগাযোগের চেষ্টা করেছি কিন্তু কোন ভাবে ওনার সঙ্গে কথা বলতে পারিনি। এর পরই চিন্তা করি বুবলিকে নিয়ে কাজ করার। এখন তিনি ফিরে আসলে তাকে নিয়েই কাজ করবো কিনা তা প্রযোজকের সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিবো। তবে এটা বলবো মানুষের সমস্যা হতেই পারে। কিন্তু তিনি পরে হলেও জানাতে পারতেন। একটা চলচ্চিত্র নির্মাণে অনেক টাকা ব্যয় হয়। সেখানে যারা কাজ করেন যারা জড়িত সবার রিজিকের উৎসও ঐ কাজের মাধ্যমে। এটা আমাদের সবার বুঝা উচিত।’
উল্ল্যেখ্য, গত বছরের ২৪ জানুয়ারি এফডিসিতে ছবিটির শুটিং শুরু হয়। তখন শুটিং এ অংশ নেন শাকিব খান ও অপু বিশ্বাস। এ ছাড়াও দুইজনের মা চরিত্রে অভিনয় করবেন আফরোজা বানু ও আনোয়ারা।