খােলা বাজার২৪, মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭: এ বছরের মিস ইউনিভার্স নির্বাচিত হয়েছেন ফ্রান্সের আইরিস মিত্তেনায়ের।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত বিশ্বসুন্দরী প্রতিযোগিতার এবারের আসর অনুষ্ঠিত হয় সোমবার। এ প্রতিযোগিতার ৬৫তম আসরে এ বছর ৮৫ জনকে পেছনে ফেলে সম্মানকনক এ খেতাব জিতলেন মিত্তেনায়ের।
২৪ বছর বয়সী আইরিস মিত্তেনায়ের পড়াশোনা করছেন ডেন্টাল সার্জারী বিষয়ে।
খেতাব জেতার পর মিত্তেনায়ের বলেন, “আমার জন্য ব্যাপারটা চমকের মতো। আমি ভীষন আনন্দিত। ‘মিস ইউনিভার্স’ একটা স্বপ্ন! প্রতিটি মেয়েই মিস ইউনিভার্স হতে চায়। স্টেজটা দুর্দান্ত ছিলো। সবকিছুই অসাধারন।”
তিনি আরো বলেন, ‘আমি মানুষকে সাহায্য করতে ভালোবাসি। মানুষকে আমি বুঝতে চাই, মানুষের সাথে আমি মিশতে চাই। একারনেই এটা আমার স্বপ্ন ছিলো।”
‘সুইমস্যুট’ রাউন্ডে এসে ১৩ জন প্রতিযোগীকে বাছাই করা হয় ফাইনাল রাউন্ডের জন্য। সেখান থেকে ‘ইভনিং গাউন’ পর্বে এসে ৯ জন টেকে। সবশেষে ৬ জন প্রতিযোগী ফাইনাল রাউন্ডে অংশ নেয়।
হাইতির রাকেল প্রথম রানার আপ ও কলম্বিয়ার আন্দ্রেয়া তোভার দ্বিতীয় রানার আপ হয়েছেন।