খােলা বাজার২৪, বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০১৭: সবশেষ সংসার বিচ্ছেদের খবরে এসেছিলেন বলিউড সুপারস্টার হিমেশ, তার আগে ছিলেন মালাইকা আরোরা। এবার ঘর ভাঙার খবরে আসলেন বলিউডের বিখ্যাত গায়ক ও সুরকার বিশাল দাদলানির, সব প্রক্রিয়া মোটামুটি শেষ। সম্প্রতি আদালতে স্ত্রী প্রিয়ালির সঙ্গে বিবাহ বিচ্ছেদের জন্য কেস ফাইল করেছেন তিনি।
‘সুলতান’ কিংবা ‘ওম শান্তি ওম’-এর মতো হিট ছবির সঙ্গীত পরিচালক বিশাল জানিয়েছেন, বেশ কিছু দিন ধরে তিনি এবং তাঁর স্ত্র্রী আলাদা থাকেন।
যদিও কী কারণে তাঁদের সম্পর্ক ধীরে ধীরে তিক্ত হয়ে উঠল তা নিয়ে কোনও কথা বলতে চাননি বিশাল। তিনি আদালতে লিখিত আকারে জানিয়েছেনূ বেশ কয়েক বছর আলাদা থাকার পর আমি আর প্রিয়ালি অফিশিয়ালি ডিভোর্স ফাইল করলাম। আমরা এই ব্যাপারে আর কোনও কথা বলতে চাই না। এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার।’
দু’জনে আলাদা থাকার জন্য তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। আর সেই সম্পর্কটাকে কোনও ভাবে ভাঙতে চান না বলেই বিশাল বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে তাঁর বন্ধুদের মত। খবর ইন্ডিয়া টুডে।