Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০১৭: 45বলিউডে সদ্যই পা রেখেছেন দিশা পাটানি। কিন্তু সিনেজগতের গ্ল্যামারের ঝলসানিতে আগ্রহ নেই তাঁর। টিনসেল টাউনের পার্টিগুলো আদৌ টানে না তাঁকে। রূপোলি দুনিয়ার রকমারি গুঞ্জনেও তাঁর কোনও আকর্ষণ নেই। ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-র মাধ্যমে হিন্দি সিনে দুনিয়ায় তাঁর অভিষেক হয়েছে।
কিন্তু দিশা কোনও পার্টিতে যান না। কারণ, এই সমস্ত সোশ্যাল গ্যাদারিংয়ে নিজেকে মিশিয়ে ফেলতে পারেন না তিনি। নিজেকে কিছুটা খাপছাড়া লাগে। দিশার কথায়, ‘আমি ফিল্ম পার্টিগুলোতে যাই না। সেই অর্থে আমি অসামাজিক। আমি মদও খাই না। কারণ, আমি বাইরে খুব একটা বেরোই না। যে সব গুজব রটছে, সে সম্পর্কে কোনও খোঁজখবরও রাখি না। আমি এসব ব্যাপারে খুবই অস্বস্তি বোধ করি। কাজ বা মহড়া থাকলেই, আমার ভালো লাগে’।

দিশা বলেছেন, ‘আমি খুবই লাজুক ও অন্তর্মুখী। বাড়িতেই বন্ধুদের সঙ্গে গল্প করতে ভালোবাসি। শুধুমাত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান ও সাক্ষাৎকার দেওয়ার সময় বাইরে বেরোই। কারণ এগুলো পেশার অঙ্গ’।