Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০১৭: 51মানিকগঞ্জে আজ বুধবার থেকে ক্যামেরা অন হলো মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত জান্নাত ছবির শুটিংয়ের। এতে মাহির বিপরীতে রয়েছেন হালের আলোচিত নায়ক সাইমন। মঙ্গলবার গোটা ইউনিট পৌঁছে যায় মানিকগঞ্জে। টানা ২০ দিন শুটিং হবে সেখানে।
এদিকে, আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে সাইমনের -‘মায়াবিনী’। এতে তার বিপরীতে রয়েছেন আইরিন। ছবিটি পরিচালনা করেছেন আকাশ আচার্য। সম্প্রতি চলচ্চিত্রটির মুক্তি উপলক্ষে বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবের ভিআইপি প্রজেকশন হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এটি একটি ভৌতিক গল্পের ছবি। নায়ক সায়মন এ ছবিতে তৃতীয় লিঙ্গের চরিত্রে অভিনয় করেছেন।

সাইমন-আইরিন ছাড়াও ‘মায়াবিনী’ ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অমিত হাসান। এ ছাড়া আরও অভিনয় করেছেন— কাজী হায়াৎ, কমল, সিবা শানুসহ অনেকে।