Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

70আদরের ছোট ছেলে আবরামকে নিয়ে শাহরুখ খান গত মঙ্গলবার অমৃতসরে শিখ ধর্মাবলম্বীদের মর্যাদাপূর্ণ ধর্মীয় স্থান গোল্ডেন টেম্পলে যান। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন ‘রইস’ ছবির প্রযোজক রিতেশ সিধওয়ানি। সম্প্রতি মুক্তি পাওয়া ছবির সাফল্যে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতেই দরগা হিসেবে পরিচিত এই স্বর্ণমন্দিরে যান তাঁরা।
এ সময় বাবার মতো আবরামের মাথায়ও গেরুয়া রঙের রুমাল পেঁচানো ছিল। আবরাম প্রথমবারের মতো এই মন্দিরে এলো। ছেলেকে নিয়ে এমন শান্তিময় পরিবেশে এসে শাহরুখের মন যে প্রশান্তিতে ভরে গিয়েছিল, সেটা বোঝা যায় তাঁর টুইট দেখেই। টুইটারে ছবি পোস্ট করে তিনি লিখেছেন ‘শান্তিপূর্ণ’। খবরটি প্রকাশ করেছে ডিএনএ ইন্ডিয়া।

শান্তিময় সেই পরিবেশে এর আগেও শাহরুখ গেছেন, তাই তিনি বলেন, ‘দরবারে এসে যে শান্তি ও নির্মলতা আমি অনুভব করি, সেটা আপনি পৃথিবীর কোথাও অনুভব করতে পারবেন না। প্রথমেই আমি আমাদের ছবির সাফল্যের জন্য দরবারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবো।’
দরগায় প্রবেশের আগে ৫১ বছরের এই তারকা আরো জানান, স্ত্রী গৌরী খানই ছেলে আবরামকে তাঁর সঙ্গে পাঠিয়েছেন। ছেলের মতো প্রযোজক রিতেশও এই প্রথমবারের মতো দরগায় গেলেন। সব মিলিয়ে শাহরুখ বলেন, ‘আমি এখানে এসে খুবই খুশি।’