খােলা বাজার২৪, শুক্রবার, ৩ ফেব্রুয়ারি ২০১৭: নয়া অবতারে আসছেন বাদশা। এবার টেলিভিশনের পর্দায় আসছে ‘কিং সাইজ’ শো। শাহরুখ নিজেই জানিয়েছেন তার আসন্ন ‘টেড টকস’-এর ব্যাপারে। কিন্তু এই ‘টেড টকস’টা কী?
‘টেড টকস’ হলো টেকনোলজি, এন্টারটেনমেন্ট এবং ডিজাইন সংক্রান্ত বিষয়ে কথা-বর্তা। শাহরুখ নিজেই জানিয়েছেন যে, এই অনুষ্ঠানে আগত মানুষেরা সমাজে ঘটে চলা বিভিন্ন পরিবর্তন, জলবায়ু এবং মারাত্মক রোগের বিষয়ে কথা বলবেন। নারী ক্ষমতায়ন সম্পর্কেও আলোচনা চলবে আম জনতা এবং বাদশার মধ্যে। সব মিলিয়ে এই টিভি শো’টি আক্ষরিক অর্থেই অভিনব হতে চলেছে।
তবে, ঠিক এই রকম না হলেও, কিছুদিন আগে আমির খানকে দেখা যায় ‘সত্যমেব জয়তে’ নামক এক অনুষ্ঠানের সঞ্চালনা করতে। প্রক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভও ‘এগিয়ে বাংলা’ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থেকেছেন।
আর এবার অনেকটা সেই রকমই একটা মঞ্চে আসছেন কিং খান। ফলে স্বপ্নের নায়ককে নিয়ে অনুরাগীদের মধ্যে আকাঙ্খা ও উত্তেজনার পারদ ক্রমশ বেড়েই চলেছে।