Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০১৭: 61মডেল অভিনেত্রী সারিকার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে মাহিম করিমের। দুজন আছেন দুজনার মতো। মাহিম মূলত ব্যবসায়ী হলেও তিনি এবার আসছেন অভিনয়ে!
রীতিমত চমকে যাওয়ার এ খবরটি দিলেন মাহিম নিজেই। তিনি বলেন, ‘আমি পেশাদার অভিনেতা নই। ব্যবসায়ী হিসেবে সবাই আমাকে চেনেন। তবে অনেক দিনের ইচ্ছা ছিল অভিনয় করবো। তাই এবার সব প্রস্তুতি নিয়ে অভিনয় করতে যাচ্ছি। একটি প্রযোজনা প্রতিষ্ঠানও খুলছি শিগগিরই।’

তিনি বলেন, ‘এর মধ্যেই আমার হাউজের নাম দিয়েছি এম কে প্রডাকশন হাউজ। এখান থেকে নিয়মিত সিনেমা প্রযোজনা করবো। টুকটাক অভিনয় করবো। আমার ফুফু রওশন জামিল ছিলেন কিংবদন্তি অভিনেত্রী। তাছাড়া আমার কাছের অনেক আত্মীয় মিডিয়ার সাথে জড়িত। তাই আমিও এখানেই মনোযোগ দিতে চাই।’
সবশেষে সারিকার সাবেক সঙ্গী মাহিম বলেন, ‘আমার প্রযোজিত প্রথম ছবির জন্য এরই মধ্যে সব প্রস্তুতি নেয়া হয়েছে। শুধু তাই নয়, পুরো ছবিতে গানের কাজের জন্য কম্পোজার রুম্মন চৌধুরীকে চুক্তিবদ্ধ করেছি। যিনি এখন বলিউডের বেশকিছু ছবির গানের কাজ করে আলোচিত। আর আমার ছবির নায়িকার ব্যাপারেও কথা চলছে কয়েকজনের সঙ্গে। চূড়ান্ত হবে শিগগিরই। বাংলাদেশের মিডিয়ায় আমি চাই কিছু ভিন্ন ধাঁচের কাজ করতে। আশা করছি সবার সহযোগিতা পাবো।’