খােলা বাজার২৪, সোমবার, ৬ ফেব্রুয়ারি ২০১৭: ক্ষমতা’ বলতে কী বোঝেন মানুষ, তা হাড়ে হাড়ে টের পেলেন সুপারস্টার রজনীকান্ত। কয়েকদিন আগে এ মহা তারকা বলেন, তিনি ক্ষমতা ভালোবাসেন। সঙ্গে সঙ্গে জল্পনা ছড়ায়, রাজনীতিতে নামতে চলেছেন তিনি। তামিলনাড়–তে অভিনেতার রাজনীতি করা নতুন কিছু নয়।
আর জয়ললিতার মৃত্যুর পর রাজ্যে যে রাজনৈতিক শূন্যতা দেখা দিয়েছে তাতে অনেকেই ভাবেন হয়তো রাজনীতিতে নামছেন তিনি। ঘনিষ্ঠ মহল থেকে বলা হয়েছে, রাজ্যের পরিস্থিতি নিয়ে হতাশ রজনীকান্ত। এরপরই তার রাজনীতিতে আসার সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে। রজনীকান্ত বলেছেন তিনি আধ্যাত্মিক ‘শক্তি’র কথা বলেছেন। তাতেও সোশ্যাল মিডিয়ায় জল্পনা থামানো যায়নি। প্রায় চার দশক তামিল সিনেমা করছেন রজনী। পাশাপাশি বলিউডেও দাপটের সঙ্গে কাজ করেছেন।
তবে রাজনৈতিক সংস্পর্শ এড়িয়েই চলেছেন। তার রাজনৈতিক ক্যারিশমা যে প্রশ্নাতীত তার প্রমাণ হয়েছে আগেই। ১৯৯৬ সালে বদলাবদলির ঐতিহ্যে মুখ্যমন্ত্রী হওয়ার কথা ছিল জয়ললিতার। কিন্তু রজনীর একটি মন্তব্য করেনÑ ‘জয়ললিতা ভোটে জিতে ক্ষমতায় এলে ঈশ্বরও তামিলনাড়–কে বাঁচাতে পারবে না।’ এরপরই জনসমর্থন হারান জয়া। পরাজয় হয় আম্মার। এক দশক পরে অবশ্য মত বদলান রজনী। জয়ললিতাকে ‘অষ্টলক্ষ্মীর অবতার’ বলেন তিনি। বিধানসভা নির্বাচনের আগে রজনীকান্তের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরেও রাজনীতিতে আসেননি সুপারস্টার। তবে এবার অবস্থান বদলাচ্ছেন তিনি। নতুন দল গড়বেন। আর সেই দলের হাত ধরেই তামিলনাড়–তে পা রাখবে বিজেপি।