খােলা বাজার২৪, শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০১৭ : ১৯৭১ সালের যুদ্ধে অংশ নেওয়ার জন্য সাবমেরিন ‘পিএনএস গাজী’ পাঠায় পাকিস্তান, ৪ ডিসেম্বর ভারতীয় জলসীমায় যা ধ্বংসের দাবি করে ভারতীয় নৌবাহিনী। সেই ঘটনা নিয়ে ছবি ‘দ্য গাজী অ্যাটাক’ মুক্তি পাবে ১৭ ফেব্র“য়ারি। সেখানে বাংলাদেশি উদ্বাস্তুর চরিত্র করেছেন তাপসী পান্নু।
ছবির ট্রেলারে তাঁকে বাংলাদেশের জাতীয় সংগীতের একটি লাইন বলতেও শোনা গেছে। জানা গেছে, চরিত্রটি আরো বিশ্বাসযোগ্য করতে বাংলা শিখেছেন তাপসী। অভিনেত্রীর একটি সূত্র জানায়, বাংলা শিখতে তিনি একজন শিক্ষক রাখেন। বাংলা শেখার সঙ্গে ভাষাটা ঠিকভাবে উচ্চারণ ও রপ্ত করার চেষ্টা করেন। এ জন্য প্রচুর বাংলা ছবিও দেখেন তাপসী। এসবের বাইরে অভিনেত্রী সবচেয়ে বেশি সাহায্য পেয়েছেন ছবির একজন বাঙালি ক্রুর কাছ থেকে, শুটিং সেটে যিনি তাপসীকে অনেক সাহায্য করেছেন।