Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5খােলা বাজার২৪, শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০১৭ : বিপন্ন প্রজাতির কোবরার সঙ্গে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায় ভারতের ছোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্র“তি উলফতকে গ্রেফতার করেছে দেশটির বন-বিভাগ।
তবে কেবল ওই অভিনেত্রীই নয়; এই একই অভিযোগে আরও এক অভিনেত্রী ও প্রোডাকশন ম্যানেজারকেও গ্রেফতার করা হয়েছে।
বন-প্রাণী আইন না মানার অপরাধেই মূলত এদের গ্রেফতার করা হয়েছে বলে এক খবরে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
২০১৬ সালে জনপ্রিয় ধারাবাহিক ‘নাগিন’ -এর প্রোমোশনের জন্য একটি ভিডিও শ্যুট করা হয়। যেখানে দেখা গেছে, অভিনেত্রী শ্র“তি কোবরাকে সঙ্গে নিয়ে সেলফি তুলেছেন। সেলফির পাশাপাশি ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে তা নজরে আসে ভারতের বন-বিভাগের।
১৭ জানুয়ারি বন-বিভাগ নিশ্চিত হয়, শ্র“তি যে সাপের সঙ্গে ছবিটা তুলেছেন তা আসল সাপ; নকল নয়। তবে ‘নাগিন’ সিরিয়াল কর্তৃপক্ষের দাবি, এটা আসল সাপ নয়।