Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

80খােলা বাজার২৪, শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০১৭ : আগামী ১৭ ফেব্রুয়ারি সারাদেশে মুক্তি পাবে আলোচিত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি অভিনীত দসত্যিকারের মানুষ’। আর এ ছবির বন্ধ করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি নিজেই। শুকবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে এক পোষ্টের মাধ্যমে তিনি বলেন, ‘শুনলাম আমার পূর্বের করা একটি সিনেমা নাকি খুব তাড়াতাড়ি রিলিজ হতে যাচ্ছে।
যতদূর মনে পড়ে সেটার শ্যুটিং হয়েছিল ২০১৪ সালে। আমার এত পরিমাণ টাকা বা ক্ষমতা নেই এ সিনেমা রিলিজ হওয়া বন্ধ করে দেওয়ার। যদি কারো ক্ষমতা থাকে সিনেমাটি বন্ধ করার, তাহলে আল্লাহর জন্যই বন্ধ করে দিন। এর বিনিময়ে অবশ্যই আল্লাহ উত্তম কিছু দিবেন ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘সিনেমাটি যাদের হাতে, তাদের আমি রিকোয়েস্ট করলেও তারা শুনবে না ব্যবসার জন্য। তবুও করছি, প্লিজ আল্লাহর জন্য এটা বন্ধ করুন। আমাকে সিনেমার মাধ্যমে দেখানোর সুযোগ করে দিবেন না। হয়তো এই কথাটা তাদের গায়েও লাগবে না। কিন্তু আল্লাহর সামনে বলতে তো পারবো যে, আমার যতটুকু করার বা বলার ছিল সেটা করেছি। জানিনা তখন আল্লাহ আমার জন্য কি ফায়সালা করবেন।’
এসময় আলেম-ওলামাদের দৃষ্টি আকর্ষন করে তিনি বলেন, ‘আমিতো আপনাদেরই এক বোন। আগে না বুঝে গুনাহর সাগরে হাবুডুবু খেয়েছি। যখন আল্লাহ বোঝালেন, ফিরে এসেছি। একটা সিনেমা বন্ধ করা অসম্ভব কিছুও না। সবাই যদি আল্লাহর জন্য আওয়াজ তোলেন, এটা বন্ধ করা খুব কঠিন কিছু হবে না। আল্লাহর কসম, কলিজা ফেটে যাচ্ছে। আল্লাহর জন্য, শুধু দ্বীনের স্বার্থে এই সিনেমা বন্ধ করার ব্যবস্থা করুন। বাংলাদেশের আলেমরা এবং সবাই যদি এটা নিয়ে শক্ত অবস্থান নেন, তাহলে এই সিনেমাটা বন্ধ করা কোনো ব্যাপারই হবে না ইনশাআল্লাহ। শুধু একটু এগিয়ে আসুন।’
উল্লেখ্য, বদরুল আমিন পরিচালিত ‘সত্যিকারের মানুষ’ চলচ্চিত্রটিতে হ্যাপির বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করেছেন নবাগত কঙ্কন।দ এ ছবিতে বাবা-মা হারানো তরুণীর চরিত্রে অভিনয় করেন হ্যাপি। হ্যাপি ও কঙ্কন ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেন আলীরাজ, সুচরিতা, রেহানা জলি, অমিত হাসান, সাংকু পাঞ্জা, সোনিয়া সাবা, ইলিয়াস কুবরা, জয় ও রানু।