Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

49খােলা বাজার২৪, শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৭ :  ‘বডি শেমিং’ এর শিকার হয়েছেন বহু সেলেব্রেটি। সেই তালিকায় যে প্রিয়াঙ্কা চোপড়াও আছেন তা বোধহয় এতদিন অজানা ছিল সবার। সম্প্রতি একটি মার্কিন টিভি শোতে প্রিয়াঙ্কা শেয়ার করলেন একটা সময় বডি শেমিংয়ের শিকার হয়েছিলেন তিনিও।
প্রিয়াঙ্কা বললেন, ‘’তখনও আমি অভিনেত্রী হিসেবে পরিচিতি পাইনি। মিস ওয়ার্ল্ডের খেতাব জিতেছি। এক প্রযোজকের সঙ্গে কাজ নিয়েই কথা বলতে গিয়েছিলাম। তিনি বলেন, আমার শরীরের নাকি কিছুই ঠিক নেই। কোনও কিছুর শেপই ভাল নয়। এমনকী নাকটাও খুব খারাপ। ‘’

এ সব শুনে ওই শোয়ের অ্যাঙ্কর প্রশ্ন করেন, ‘’এটা আপনার আসল নাক তো?’’ উত্তর দিতে গিয়ে হেসে ফেলেন নায়িকা। তারপর বলেন, ‘’অবশ্যই এটা আমার আসল নাক। প্লিজ সকলকে বলে দিন এটা। কারণ অনেকেই ভাবেন, নাক নিয়ে আমি নাকি অনেক কিছু করেছি।