Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

32খােলা বাজার২৪, রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০১৭ :  শাহরুখ খান নিজ হাতে সানি লিওনের চুলে ক্লিপ বেঁধে দিচ্ছেন? এক লাইনে অবাক হওয়ার কিছু নেই! সত্যিই এমনটা করেছেন বলিউড কিংখান। শুধু ক্লিপ বাঁধা না, এলোমেলো চুলগুলো ঠিকঠাক করে দিয়েছেন শাহরুখ। কোথায়?
আলোচিত রেইস সিনেমার লাইলা মে লাইলা গানের শ্যুটিংস্পটে এমন দৃশ্য দেখেছেন সহ শিল্পীরা। সম্প্রতি লাইলা গানের মেকিং ভিডিও অনলাইনে প্রকাশ করা হয়েছে, সেখানে এ দৃশ্য চলে এসেছে।
মেকিং ভিডিওতে সংশ্লিষ্টরা বললেন, কিভাবে গানটি নির্মাণ করা হয়েছে। মাঝ দৃশ্যে হাজির হন শাহরুখ, উপস্থিত হয়ে নাচের আগে সানির সঙ্গে ভালমতো হ্যান্ডশেক করেন।
সহশিল্পী হিসেবে শাহরুখকে পেয়ে দারুণ খুশি সানি। তার প্রতিক্রিয়া তিনি বলেন, খুব খুশি। ভীষণ ভাল লাগছে। বিশেষ করে এই গানে কাজ করতে পেরে।
নাচের এক পর্যায়ে সানির চুল এলোমেলো হয়ে যায়, তখুনিই শাহরুখ নিজ হাতে ক্লিপ লাগিয়ে দিলেন সানির। শাহরুখের এমন ভূমিকায় অবাক হয়ে যান সবাই।
উল্লেখ্য, ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে রেইস। শাহরুখের সঙ্গে এখানে অভিনয় করেছেন পাক অভিনেত্রী মাহিরা খান। আর লাইলা গানে প্রথমবারের মতো শাহরুখের সঙ্গে হাজির হয়েছেন সাবেক পর্নস্টার সানি লিওন।