খােলা বাজার২৪, সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৭: অভিনেত্রী আলিয়া ভাটের এখন যেন সুসময় চলছে। কয়েকটা হিট ছবির কারণে তার জনপ্রিয়তাও এখন ক্রমে বেড়েই চলেছে। আর এ অবস্থায় তার পরামর্শও ভক্তদের কাছে সাদরে গ্রহণীয়। সম্প্রতি ভ্যালেন্টাইন ডে-তে মেয়েরা ছেলেবন্ধুকে কী উপহার দিতে পারে, সে সম্পর্কেও পরামর্শ দিয়েছেন আলিয়া। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
১. স্নিকার্স
সব ছেলেদেরই একজোড়া দারুণ জুতার প্রতি দুর্বল। আর এ জন্য নরম স্নিকার্স বা কেডস হতে পারে উপহারের জন্য আদর্শ।
২. সুইস আর্মি নাইফ
সুইস আর্মি নাইফ হলো মাল্টিফাংশনাল টুল। নানা কাজে এটি ব্যবহার করা যায়। তবে এটি অ্যাডভেঞ্চারপ্রিয় পুরুষদের খুবই প্রিয়। আর ভ্রমণের সময় এ ধরনের জিনিস সবাই রাখতে চায়।
৩. ঘড়ি
ভালোবাসার মানুষকে সে কথাটি জানানোর জন্য একটি দারুণ উপহার হলো ঘড়ি। এটি ছেলেদের দারুণ প্রিয়।
৪. বই
উপহার হিসেবে বইয়ের তুলনা হয় না। আর বইটি যদি হয় স্বাক্ষর করা কিংবা লিমিটেড সংস্করণ তাহলে তো কথাই নেই। প্রিয়জনকে খুশি করার জন্য বই অমূল্য উপহার।